| |
               

মূল পাতা রাজনীতি ‘খাদিমে মজলিস’ খ্যাত আবদুল মালেকের জানাযা ও দাফন সম্পন্ন


‘খাদিমে মজলিস’ খ্যাত আবদুল মালেকের জানাযা ও দাফন সম্পন্ন


রহমত ডেস্ক     08 February, 2022     06:21 PM    


খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ের অফিস সহকারি ‘খাদিমে মজলিস’ খ্যাত আবদুল মালেকের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল বিলাল আহমদ চৌধুরী।  আজ (৮ ফেব্রুয়ারি) বাদ জোহর ময়মনসিংহের মুক্তাগাছা নিমুরিয়া মধ্যপাড়া বায়তুন নূর মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

জানাজায় শরীক ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মোঃ আবদুল জলিল, মুক্তাগাছার প্রবীণ আলেম মুফতি হাবিবুর রহমান, মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান আবদুল হাই আকন্দ, খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগরী সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান, মহানগরী সাধারণ সম্পাদক প্রভাষক আবদুল করিম, জেলা বয়তুলমাল সম্পাদক মাওলানা রমজান আলী, জেলা সমাজকল্যাণ সম্পাদক হাফেজ আবদুল আজীজ, ছাত্র মজলিস ময়মনসিংহ জেলা সভাপতি নাজমুস সাকিবসহ মরহুমের আত্মীয়স্বজন সহ ও অসংখ্য মুসল্লী।

গতকাল ৭ ফেব্রুয়ারি, সোমাবার রাত সাড়ে ৯টায় মোমেনশাহীর মুক্তাগাছার নিমুরিয়া মধ্যপাড়াস্থ নিজ বাড়ীতে হঠাৎ স্ট্রোক হয়ে ইন্তেকাল করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ের দীর্ঘদিনের অফিস সহকারি ‘খাদিমে মজলিস’ খ্যাত মুহাম্মদ আবদুল মালেক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে যান। তিনি দীর্ঘ ৩ যুগেরও বেশী সময় ধরে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়েল অফিস সহকারির দায়িত্ব পালন করেন।